এক ম্যাচ হারলেই আমি খারাপ অধিনায়ক হয়ে যাবো: রোহিত শর্মা

বিশ্বকাপে এখন পর্যন্ত অপরাজিত থাকা একমাত্র দল ভারত। ৬ ম্যাচের প্রত্যেকটিতেই জিতে টেবিলের সবার উপর অবস্থান করছে তারা। রোহিত শর্মার অধীনেই শ্রীলঙ্কাকে এশিয়া কাপের ফাইনালে মাত্র ৫০ রানে অলআউট করে ১০ উইকেটের বিশাল জয় ছিনিয়ে নিয়ে ট্রফি জিতেছিল তারা। সেই লঙ্কানদের বিপক্ষেই বিশ্বকাপে নিজেদের পরবর্তী ম্যাচ খেলতে নামছে ‘ম্যান ইন ব্লু’ রা।

ভারতের জন্য অতটা গুরুত্বপূর্ণ না হলেও শ্রীলঙ্কার জন্য এই ম্যাচ বাঁচা-মরার লড়াই। কেননা এখানে হারলেই বিদায় নিতে হবে তাদেরকে। তাই লঙ্কানরাও দিতে পারে মরণ কামড়। সেজন্য যদি এক ম্যাচ ভারত হেরেই যায় সেক্ষেত্রে অনেকেই রোহিত শর্মার অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন তুলবে বলে মনে করেন এই ভারতীয় ব্যাটার।

ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এসে রোহিত শর্মা সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, ‘আমি জানি সবাই কীভাবে বলবে ব্যাপারটা। এক ম্যাচ হারলেই তখন দেখা যাবে সবাই বলবে, আমি খারাপ অধিনায়ক। আমি জানি এটার সঙ্গে কীভাবে মানিয়ে নিতে হয়।’

আজ ওয়াংখেড়ে স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর ২টা ৩০ মিনিটে খেলতে নামবে ভারত ও শ্রীলঙ্কা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *