দুশ্চিন্তায় নিউজিল্যান্ড, ১৫ ক্রিকেটারের ৫ জনেরই ইনজুরি

বিশ্বকাপের শেষের দিকে এসে যেন খেই হারিয়ে বসছে নিউজিল্যান্ড। শুরুর চার ম্যাচ জিতলেও পরের তিন ম্যাচে ভরাডুবি হয় তাদের।

সর্বশেষ প্রোটিয়াদের বিপক্ষে ১৯০ রানে হেরে দেয়ালে পিঠ ঠেকে গেছে। তারওপর কিউই ৫ ক্রিকেটারের ইনজুরি আরও দুশ্চিন্তায় ফেলছে তাদের।

নিউজিল্যান্ডের পরবর্তী ম্যাচ শনিবার পাকিস্তানের বিপক্ষে। মহাগুরুত্বপূর্ণ সেই ম্যাচে জিততেই হবে দুই দলকেই। এমন সমীকরণের সামনে বেশ বিপাকে পড়েছে কিউইরা। কেননা, স্কোয়াডের ১৫ ক্রিকেটারের ভেতর পাঁচ ক্রিকেটারই পড়েছেন ইনজুরিতে।

সর্বশেষ প্রোটিয়াদের বিপক্ষে ম্যাচে ইনজুরিতে পড়েন পেসার ম্যাট হেনরি ও অলরাউন্ডার জিমি নিশাম। হেনরি ডান পায়ের হ্যামস্ট্রিংয়ের ইনজুরিতে এবং নিশাম ডান হাতের কব্জির ইনজুরিতে পড়েন।

নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানায়, হেনরির পায়ে আগামী ২৪ ঘণ্টার মধ্যে এমআরআই করা হবে, তারপরই সিদ্ধান্ত নেওয়া হবে তার ব্যাপারে।

অন্যদিকে, নিশাম বোলিং করার সময় ডান হাতের কবজিতে ব্যথা পান। যার দরুণ তিনি ব্যাটিং অর্ডারের নিচের দিকে নামেন। কিউই ক্রিকেট বোর্ড জানায়, নিশামের হাতে এক্সরে করে দেখা গেছে কোনো হাড় ভেঙে যায়নি; এতে করে কিছুটা শঙ্কামুক্ত তিনি।

এর আগে অজিদের বিপক্ষে ম্যাচে লকি ফার্গুসন পায়ের গোড়ালির ইনজুরিতে পড়ে প্রোটিয়াদের বিপক্ষে ম্যাচ থেকে ছিটকে যান। তবে তার পাকিস্তানের বিপক্ষে খেলার সম্ভাবনা রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *